২০১৪-২০১৫ অর্থবছর থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তি/শিশুদের এবং প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ৪০টি মোবাইল থেরাপি ভ্যানের মাধ্যমে বিনামূল্যে থেরাপিউটিক সেবা প্রদান করা হচ্ছে। ৪০টি মোবাইল থেরাপি ভ্যানের মাধ্যমে জুন/২০২১ পর্যন্ত বিনামূল্যে নিবন্ধিত থেরাপিউটিক সেবা গ্রহিতার সংখ্যা ৩,৬৫,৬৯৭ জন এবং প্রদত্ত সেবা সংখ্যা (Service Transaction) ৮,৩৪,৩০৮ টি।
এছাড়া, জুন ২০১৭ থেকে বাংলাদেশ সচিবালয়ে একটি মোবাইল থেরাপি ভ্যান ক্যাম্প স্থাপন করা হয়েছে। উক্ত ক্যাম্পের মাধ্যমে সপ্তাহে ৩দিন কর্মকর্তা/কর্মচারীদের বিনামূল্যে থেরাপিউটিক সেবা প্রদান করা হচ্ছে। জানুয়ারি ২০২০ পর্যন্ত নিবন্ধিত সেবা গ্রহীতা ১৩৬৪ জন এবং তাদের প্রদত্ত সেবা সংখ্যা (Service Transaction) ২১,১০১ টি। দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত প্রতিবন্ধী মানুষের দোর গোড়ায় থেরাপি সেবাগুলো পৌঁছে দেয়া এই ভ্রাম্যমান ভ্যান সার্ভিসের অন্যতম লক্ষ্য।