Wellcome to National Portal
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ জুন ২০২১

মোঃ আনিছুজ্জামান

জনাব মোঃ আনিছুজ্জামান

ব্যবস্থাপনা পরিচালক

 

 জনাব মোঃ আনিছুজ্জামান ৮ নভেম্বর ১৯৬৩ সালে ময়মনসিংহ জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ ফয়জ উদ্দীন এবং মাতার নাম সুফিয়া বেগম। তিনি কৃষি বিশ্ববিদ্যালয় হতে  কৃষিতে স্নাতক (সম্মান) ও এনিমেল হাজবেন্ড্রীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১০ম ব্যাচের বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। ০৯ মে ১৯৯৪ তারিখের জিও এর প্রেক্ষিতে তিনি সিভিল সার্ভিসে যোগদান করেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং জোনাল সেটেলমেন্ট অফিসার (ঢাকা) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সরকারের উপসচিব হিসেবে এনার্জি এন্ড মিনারেল রিসোর্স ডিভিশন ও শিল্প মন্ত্রণালয়ে দায়িত্বশীল পদে কাজ করেছেন। এছাড়াও সরকারের যুগ্মসচিব  হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। এ দপ্তরে যোগদানের পূর্বে তিনি পরিচালক (প্রশাসন) হিসেবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে কাজ করেছেন। তিনি একজন প্রশাসনের সুদক্ষ  কর্মকর্তা। তিনি তাঁর পেশাগত জীবনে বিভিন্ন বৈদেশিক ভ্রমন ও প্রশিক্ষণ গ্রহণ সহ অসংখ্য বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন।